বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে হেলথ ক্যাম্পের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২২, ২০১৭
news-image

মো. আরিফুর রহমান মজুমদার:
কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র আওতায় ২০১৬-১৭ অর্থ বছরের উপকারভোগীদের জন্য হেলথ ক্যাম্পের শুভ উদ্ভোধন উপলক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। উপজেলা কৃষি অফিসার শাহনাজ বেগমের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনার সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: নাছির উদ্দিন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা জামান(সিমু), পৌর কাউন্সিলর মোখলেছুর রহমান, নজরুল ইসলাম কামাল, কাজী বাবুল, মো ঃ ইউনুছ, সাইফুল ইসলাম শাহিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩৬০ জন মহিলাকে মাতৃত্বকালীন ভাতা কার্ড এবং ১০ জনকে বিশেষ উপহার বিতরন করেন পৌর মেয়র মিজানুর রহমান।

আর পড়তে পারেন