বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনী

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২২, ২০১৭
news-image

মোঃ বেলাল হোসাইন ,চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা পূর্বপাড়া যুব সংঘের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনী করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হাশেম। যুব সংঘের সভাপতি কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্যাহ, মুক্তিযোদ্ধা সাজেদুল হক তাহের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল পাশা, শিক্ষক আবদুর রব, মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, সমাজ সেবক আবুল বশর মিয়াজী, ব্যবসায়ী মিজানুর রহমান ভুঁইয়া, কাজী আতাউর রহমান, মাস্টার মনির আহমেদ, আ’লীগ নেতা জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা আলী হোসেন, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, যুব সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী আহছান উল্যাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে বিকেল পর্যন্ত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনী উপভোগ করেন বিভিন্নস্থান থেকে আগত সর্বস্তরের মানুষ।

আর পড়তে পারেন