বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বয়স্ক বিধবার ঘর নির্মাণের টাকা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোবা’

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০১৭
news-image

আনিছুর রহমান, চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বয়স্ক বিধবা অজিফা বেগমকে ঘর নির্মাণের জন্য নগদ ৪০ হাজার অনুদান দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ’ (কোবা)। অনুদানপ্রাপ্ত অজিফা খাতুন উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী।

মঙ্গলবার বিকেলে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুদান প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইএলএল ডিপার্টমেন্টের আনোয়ার হোসেন মোল্লা লিমন, সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন সবুজ, উপদেষ্টা মন্ডলীর সদস্য হোসাইন মোহাম্মদ কাউছার, আব্দুল কাইয়ুম মানিক, সদস্য সাদ্দাম হোসেন, সাকিবুল হাসান মিয়াজী প্রমুখ।

ঘর নির্মাণের জন্য অনুদান পেয়ে বয়স্ক বিধবা অজিফা বেগম বলেন, ‘অনেক দিন ধরে তিন ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। কোবা’র অনুদানে আমার নতুন ঘর হবে, এজন্য খুশি লাগছে। আল্লাহর কাছে কোবা’র সদস্যদের জন্য দোয়া করি’।

উল্লেখ্য, সংগঠনটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আর পড়তে পারেন