বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বেপরোয়া মাইক্রোবাস কেড়ে নিল শ্রমিকের প্রাণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৬, ২০১৭
news-image

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বেপরোয়া মাইক্রোবাস কেড়ে নিল আব্দুল জলিল (৩৮) নামের এক ইট ভাটার শ্রমিকের প্রাণ। এ সময় আহত হয় আরো ৬ শ্রমিক।
বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের আমানগন্ডা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত আব্দুল জলিল নীলফামারি জেলার ডিমলা উপজেলার কুমারপাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার নুরুল ইসলাম(৩৫), মজনুল (৩৬) , রেজা (৩৯) ,আহার আলী (৩৬), ওবায়দুল (৩৮) ও কাউছার(৩৫)। আহতদের মধ্যে ২ জন চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানান, আমানগন্ডা এলাকায় শাহ সাহেব ব্রিক ফিল্ডের ৭ শ্রমিক বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকাগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের চাপাঁ দিলে ঘটনাস্থলে শ্রমিক আব্দুল জলিল মারা যায় এবং অন্য শ্রমিকরা গুরুতর আহত হয়। মাইক্রোবাসটি দুঘর্টনার পর রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। চালক পালিয়ে যায়।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ নুরুল্লাহ জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইব্রাহিম জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

আর পড়তে পারেন