মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বাড়ি-ঘরে আগুন, লুটপাট-ভাঙচুর

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২২, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে সন্ত্রাসী হামলা চালিয়ে এক পরিবারের বৃদ্ধ, শিশু ও নারীসহ ১০ জনকে আহত করার পর এবার বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।

শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের দক্ষিণ পাড়ার হাজী মো.জয়নাল আবেদীনের নতুন বাড়িতে। এর আগে ওই সন্ত্রাসীরা হাজী মো.জয়নাল আবেদীনের পুরোনো বাড়িতে হামলা চালিয়ে তাঁর বসত ঘর ভাঙচুর ও ঘরের মালামাল লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সন্ত্রাসীদে ভয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বর্তমানে গ্রাম ছাড়া রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

হাজী মো.জয়নাল আবেদীন, তাঁর ছেলে মো.জামাল উদ্দিনসহ পরিবারের সদস্যদের অভিযোগ, গত প্রায় তিন বছর আগে মো.জয়নাল আবেদীন তাঁর ভাই মো.হানিফ থেকে বাড়ির ১২ শতক সম্পত্তি ক্রয় করেন। এরপর জয়নালের আরেক ভাই সফিকুর রহমানের পরিবার সেই সম্পত্তি নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠে। ওই সম্পত্তির জন্য জয়নাল আবেদীনের পরিবারকে হত্যার হুমকিও দেয় সফিকুর রহমানের পরিবারের সদস্যরা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন জয়নাল। ওই সম্পত্তি নিজেদের দখলে নিতে গত ৮ জুলাই জয়নাল আবেদীনের পুরোনো বাড়ি-ঘরে সন্ত্রাসী হামলা চালায় সফিকসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা। সর্বশেষ শনিবার দুপুরে ফের ওই সন্ত্রাসীরা হাজী মো.জয়নাল আবেদীনের নতুন বাড়িতে প্রথমে হামলা চালায়। এরপর তিনটি ঘরে অগ্নিসংযোগ করে তারা। এতে ওই তিনটি ঘরে থাকা মালামালসহ ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তবে এতে শেষ রক্ষা হয়নি।

বিকেলে এই প্রসঙ্গে জানতে চৌদ্দগ্রাম থানার ওসি মো.আবুল ফয়সলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

আর পড়তে পারেন