শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বাস থেকে পদ্মা সেতু প্রজেক্টের কর্মকর্তা ড. আনিসুজ্জামানের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৮, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে হোটেলে যাত্রাবিরতিকালে বাস থেকে পদ্মা সেতু প্রজেক্টের বায়োমেটিক কনজারভেটিভ অফিসার ড. আনিসুজ্জামানের লাশ উদ্ধার শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আনিসুজ্জামান ঢাকার উত্তরা ১১নং রোডের ৪৯নং বাসার বাসিন্দা। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

যাত্রীরা জানায়, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিয়াবাজার এলাকার টাইমস্ স্কয়ার নামের হোটেলে যাত্রাবিরতি করে সৌদিয়া পরিবহনের চট্টগ্রামগামী একটি বাস (চট্টমেট্রো-ব-১১-১০৩৭)। বাসের লোকজন যাত্রীর কোনো সাড়া শব্দ না পেয়ে খবর দিলে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

যাত্রীদের প্রদানকৃত তথ্যের আলোকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বিকেল ৩টার বাসে ওঠেন ড. আনিসুজ্জামান নামের ওই ব্যক্তি। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে যান। ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়েছে।

আর পড়তে পারেন