বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি মাদক ব্যবসায়ী সাদ্দাম নিহত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ
কুমিল্লায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাত সোয়া ২টার দিকে জেলার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামের আবুল হাশেম ওরফে কাশেমের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সূত্রে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সলসহ পুলিশের একটি দল মাদক উদ্ধার করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কড়ইবন রাস্তার মাথায় অবস্থান নেন। এ সময় উপজেলার শীর্ষ ‘মাদক ব্যবসায়ী’ সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা মাদক পাচারকালে পুলিশ তাদের আটকের চেষ্টা চালায়। এতে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা ১৪ রাউন্ড গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ে সাদ্দাম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেনসিডিল ও ৩ রাউন্ড গুলিভর্তি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। নিহত সাদ্দামের বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ বিভিন্ন থানায় মাদক আইনে ১২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন