বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে গরু ও মালিকের ছেলের উপর এসিড নিক্ষেপ!

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৫, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বসত বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে পাঁচটি গরু ও গরুর মালিকের ছেলেকে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এতে একটি গরু আশঙ্কাজনক অবস্থায় জবাই ও আহত গরুর মালিকের ছেলে রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের লাউলাইশ গ্রামে এ ঘটে। তবে কে বা কারা এসিড নিক্ষেপ করেছে-এমন কোন তথ্য দিতে পারেনি আহত রুবেলের ভাই আজিম উদ্দিন।

মঙ্গলবার সকালে সরেজমিন পরিদর্শনে গেলে স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে লাউলাইশ গ্রামের বাবুর্চি মাহবুবুল হকের সাথে পাশের এক পরিবারের বিরোধ চলছিল। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে মাহবুবুল হকসহ পরিবারের লোকদেরকে প্র্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। সোমবার রাতে কে বা কারা মাহবুবুল হকের গোয়াল ঘরে পাঁচটি গরুর উপর এসিড নিক্ষেপ করে। বিষয়টি টের পেয়ে মাহবুবুল হকের ছেলে মোঃ রুবেল এগিয়ে আসলে তাকেও এসিড নিক্ষেপ করে দূর্বৃত্তরা। বাড়ির লোকজন আহত রুবেলকে উদ্ধার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে জানায় তার ভাই আজিম উদ্দিন। খবর পেয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমল চন্দ্র দাশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমল চন্দ্র দাশ জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।

আর পড়তে পারেন