শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পানিতে ডুবে বিএনপি নেতাসহ ২ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৩, ২০১৭
news-image

 

মোঃ বেলাল হোসাইনঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কচুরিপানা কাটতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জেলা বিএনপি’র সদস্য আরিফুর রহমান (৭০) ও একই এলাকার মোঃ মানিক (৪৫) নামে দুইজন নিহত হয়েছে। এ সময় আরো ১ জন আহত হয়।

রবিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের আব্দুল আজিজের পুত্র আরিফুর রহমান এবং চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী। অপর নিহত মোঃ মানিক একই গ্রামের আবু রশিদ মিয়াজীর পুত্র।

আহত জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানান, দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে কচুরিপানা পরিস্কার করার জন্য ৪ জন পুকুরে নামলে রহস্যজনকভাবে ৪ জন নিচের দিকে চলে যায়। এর মধ্যে আব্দুল আওয়াল নামে একজন উপরে উঠতে পারলেও বাকিরা উঠতে পারে নাই। তাৎক্ষনিক এলাকাবাসী খবর পেয়ে পানিতে নেমে ৩ জনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা বেগম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন