শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পাঁচরা জনকল্যান সংস্থার উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত অনুর চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা হস্তান্তর

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৭, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার ঃ

চৌদ্দগ্রামের ঐহিত্যবাহী সামাজিক সংগঠন “পাঁচরা জনকল্যান সংস্থা’র” উদ্যোগ, প্রচেষ্টা আর আন্তরিক সহযোগীতায় বাঁচার স্বপ্ন দেখছে চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামের ক্যান্সারে আক্রান্ত মো ঃ জলিল অনু।

চিকিৎসার রিপোর্টে মরণব্যাধী ঘাতক রোগ ক্যান্সারের জীবানু ধরা পড়ার পর যখন বিমর্ষ হয়ে পড়েন অনু তখনি সহযোগীতার হাত বাড়িয়ে দেয় সংস্থাটি। অনুর পাশে দাঁড়ানোর আহ্বানে প্রথমে উদ্ভুদ্ধ করেন গ্রামবাসীকে। একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ ব্যাপক প্রচারের উদ্যোগ নেয় সংস্থার সদস্যরা। ফেসবুকে প্রচারের পাশাপাশি সংস্থাটি উপজেলার বিভিন্ন বাজার, স্কুল-কলেজে গিয়ে অনুর জন্য টাকা সংগ্রহ করে। জনকল্যান সংস্থার সদস্যদের মাধ্যমে ফেসবুকে অনুর ক্যান্সারে আক্রান্তের খবর শুনে সহযোগীতার প্রতিশ্রুতি দেয় চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য্য সন্তান, চেতনা কোচিং সেন্টারসহ আরও বিভিন্ন সামাজিক সংগঠন। পাশাপাশি ব্যাক্তি উদ্যোগেও অনেকে নগদ অর্থ তুলে দেয় অনুর হাতে। সর্বশেষ গত শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে অনুর হাতে নগদ ২ লক্ষ টাকা তুলে দেয় জনকল্যান সংস্থার সদস্যরা। পাঁচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টাকা হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান।

পাঁচরা জনকল্যান সংস্থার সভাপতি মো ঃ সুমনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুরাদ পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, ঢাকাস্থ ব্যবসায়ী দুলাল, আলোকিত চৌদ্দগ্রামের নির্বাহী সম্পাদক এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মাহবুব, জনকল্যান সংস্থার সদস্য আলমগীর হোসেন, লোকমান হোসেন, শাহাদাত, সাগর, সবুজ, আমিনুল ইসলাম প্রমুখ। টাকা হস্তান্তরের পূর্বে অনুর আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন