শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী কবি আমজাদ হোসাইনের “সোনার পাখি” বইয়ের মোড়ক উন্মোচন

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৬, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার ঃ

অমর একুশে বইমেলা-২০২১ এ প্রকাশিত দৃষ্টিপ্রতিবন্ধী কবি আমজাদ হোসাইনের ১৪তম প্রকাশনা “সোনার পাখি” শিরোনামে ১ম শিশুতোষ ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

(১৫ই মে) শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসন্ডায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএস সোর্সিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী শিহাব উদ্দিন মজুমদার।

বিশিষ্ট ব্যাংকার খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক বেলাল হোসাইনের পরিচালনায় উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এএমআর লিটন মজুমদার, আলোকিত চৌদ্দগ্রামের নির্বাহী সম্পাদক এমরান হোসেন বাপ্পি, প্রভাষক বুলবুল, লেখক আমজাদ হোসাইন, সার্ভেয়ার সাইফুল ইসলাম, হাফেজ মর্তুজা মজুমদার, মোঃ খোরশেদ আলম, সংগীত শিল্পী নুরুল আলম প্রমুখ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রতিবন্ধিত্ব কখনো সফলতার অন্তরায় নয়, বরং নিরলস প্রতেষ্টাই সাফল্যের চাবিকাঠি। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী কবি আমজাদ হোসাইন ব্যক্তি জীবনে অনেক প্রতিবন্ধকতাকে জয় করে এ পর্যন্ত ১৪টি প্রকাশনা বের করেছেন। এই পরিস্থিতিতে পড়ালেখা শেষ করেছেন সর্বোচ্চ পর্যায়ে থেকে।

তাকে নিয়ে ইতোপূর্বে চ্যানেল-২৪সহ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তার এ অর্জন সমগ্র বাংলাদেশের সক্ষম, সুস্থ্য মানুষদের জন্য একটি শিক্ষা এবং দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য সমস্যায় আক্রান্ত মানুষদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন বক্তারা।