শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় নিজের ঘর পুড়ল মাদকাসক্ত যুবক

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৫, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রথম স্ত্রী কর্তৃক তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় ক্ষীপ্ত হয়ে পরিবারের সদস্যদের মারধর ও নিজ ঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত হোসেন মিয়া। আগুনে তিনটি ঘর পুড়ে যাওয়াসহ ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হোসেন মিয়া ওই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

স্থানীয় লোকজন ধাওয়া করে মাদকাসক্ত হোসেন মিয়াকে আটক শেষে পুলিশের নিকট সোপর্দ করেছে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় প্রবাসী যুবলীগ নেতা মোঃ শাহ আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে হোসেন মিয়া। এরই মধ্যে সে দুইটি বিয়ে করে স্ত্রীদের ঘরে রেখেছে। সম্প্রতি আবারও এক মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে হোসেন মিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী মোবাইলে নতুন প্রেমিকাকে ঘরে দুই স্ত্রী থাকার কথা জানিয়ে দেয়। নতুন প্রেমিকা বিষয়টি হোসেন মিয়াকে জানালে সে ক্ষীপ্ত হয়ে প্রথম স্ত্রীকে শুক্রবার দুপুরে মারধর শুরু করে। প্রথম স্ত্রীর কান্নার আওয়াজ শুনে হোসেন মিয়ার পিতা জয়নাল আবেদীন তাকে বাধা দেয়। এক পর্যায়ে পিতা জয়নাল আবেদীনকেও মারধর করে। এতে ক্ষ্যান্ত হয়নি হোসেন মিয়া। মুহুর্তের মধ্যে সে নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে পাশের মসজিদ থেকে নামাজ শেষে মুসল্লিরা বের হয়। লোকজনের উপস্থিতি টের পেয়ে হোসেন মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে হোসেন মিয়াকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে স্থানীয় লোকজন।

আর পড়তে পারেন