বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে জাল ডলার তৈরির ব্যবসা: বিদেশি নাগরিকসহ ৫ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৪, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম এলাকা হতে জাল ডলার তৈরীর অভিযোগে এক বিদেশী নাগরিকসহ প্রতারক চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

আটককৃত আসামীরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রামের বাসিন্দা মৃত. নুরুল ইসলামের ছেলে ওদুদ সরকার(৪০), আব্দুর রহিমের ছেলে মো: বেলায়েত হোসেন (২৮), আব্দুল লতিফ মিয়ার ছেলে বাউল আলামিন দেওয়ান (২৮) ও মোঃ আলী আশরাফ মিয়া (৩৫) এবং বিদেশি নাগরিক গিনির বাসিন্দা জোসেফ চোকোউ (৪১) ( জোসেফ ঢাকার বসুন্ধরায় বসবাস করছেন) ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জাল ডলার তৈরী করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

প্রতারকদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

আর পড়তে পারেন