শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ক্যান্সারে আক্রান্ত শিশু তানহার চিকিৎসায় ২ লাখ ৪১ হাজার টাকা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৪, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের ক্যান্সারে আক্রান্ত শিশু আলিশা আদনান তানহার চিকিৎসার জন্য ২ লাখ ৪১ হাজার টাকা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে স্বপ্ন পূরণ ফাউন্ডেশন, পাঁচরা জনকল্যাণ সংস্থা ও ফেলনা মানবকল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সংগ্রহকৃত টাকার চেক তানহার মা আসমা আক্তারের হাতে তুলে দেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক মুরাদ পাটোয়ারী, ফেলনা মানবকল্যাণের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন ও অর্থ সম্পাদক হাফেজ মঞ্জুরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এমরান হোসেন বাপ্পি, মোঃ এয়াছিন, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, ফখরুদ্দিন ইমন, টিম বিন্দুচক্রের সভাপতি মোঃ রিয়াদ, সাবেক ছাত্রনেতা ইসরাফিল হোসাইন, ফেলনা ছাত্রকল্যাণের সাবেক সেক্রেটারী এডভোকেট সাইফ উদ্দিন ও শিশু তানহার নানা হাফেজ আহমদ প্রমুখ।

আর পড়তে পারেন