বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ক্যান্সারে আক্রান্ত শাহ্ আলমকে নগদ অর্থ প্রদান করলো স্বপ্ন পূরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৬, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত কাজী শাহ্ আলম এর চিকিৎসায় তৃতীয় দফায় নগদ ৫২ হাজার  টাকা হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার বাতিসা ইউনিয়স্থ সোনাপুর গ্রামে কাজী শাহ্ আলমের নিজ বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “স্বপ্ন পূরণ ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা ও চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন।

সাপ্তাহিক চৌদ্দগ্রামের সম্পাদক মো. সিরাজুল ইসলাম ফরায়েজীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ‘ হামীম এন্টারপ্রাইজ’ এর স্বত্ত্বাধিকারী মো. মোশারফ হোসেন, “পাঁচরা জনকল্যাণ সংস্থা” এর প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ সুমন, সাপ্তাহিক চৌদ্দগ্রাম এর নির্বাহী সম্পাদক মো. এমদাদ উল্যাহ্, কুমিল্লা টুয়েন্টিফোর এর ব্যবস্থাপনা সম্পাদক মো. ইসরাফিল মোল্লা, আনন্দ টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি ও ‘আলোকিত চৌদ্দগ্রাম’ এর প্রধান প্রতিবেদক মুহা. ফখরুদ্দীন ইমন, ভোরের ডাক’র চৌদ্দগ্রাম প্রতিনিধি মো. আনিসুর রহমান, গোয়েন্দা রিপোর্ট এর নির্বাহী সম্পাদক মো. মনোয়ার মুন্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. ইমাম হোসেন, সিটি ব্যাংক কালিয়াতল (চৌদ্দগ্রাম) এজেন্ট শাখার পরিচালক মো. একরামুল হক রাকিব, সংগঠনের সদস্য বিজয় পাটোয়ারী, কাতার প্রবাসী শেখ সাদ্দাম হোসেন জমিদার প্রমুখ।

এসময় কাজী শাহ্ আলমের চিকিৎসার জন্য সংগৃহিত অর্থের আপডেট তথ্য ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়ে দেন অর্থ সংগ্রহ সমন্বয়ক সাংবাদিক মো. সিরাজুল ইসলাম ফরায়েজী। জানা যায়, এ পর্যন্ত শাহ্ আলমের জন্য সর্বমোট বার লাখ পঁচানব্বই হাজার টাকা সংগৃহিত হয়। এ অর্থ দিয়ে ইতিমধ্যেই শাহ্ আলমের চিকিৎসা শুরু হয়ে গেছে এবং তার অবস্থা এখন আগের থেকে একটু ভালোর দিকে যাচ্ছে বলে জানান শাহ্ আলমের পরিবারের সদস্যরা।

আর পড়তে পারেন