শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে কভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের গাড়ি উল্টে এসআইসহ ৪ পুলিশ আহত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২, ২০১৭
news-image

মো ঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী কভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের মাইক্রোবাস উল্টে এএসআই হেলাল উদ্দিনসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ২টায় ডিউটি করাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অপর পুলিশ সদস্যরা হলেন; কনষ্টেবল দুদু মিয়া(নং-১২৭৭), আবদুল গণি(নং-৪১১) ও গিয়াস উদ্দিন(নং-৮১৫)। জানা গেছে, এএসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের ৪ সদস্যের একটি টিম ডিউটি করতে মাইক্রোবাস (ঢাকামেট্রো-চ-১১-৪৮৬৭) এর গ্যাস আনতে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় সন্দেহভাজন একজনকে দেখে গাড়িটি দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই পিছন থেকে বেপরোয়া গতিতে চালানো কভার্ডভ্যান(ঢাকামেট্রো-ট-১১-৬১৫৬) মাইক্রোবাসকে স্বজোরে ধাক্কা দিলে সেটি উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য কনষ্টেবল আবদুল গণি ও দুদু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় কনষ্টেবল আবদুল গণিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আহতদের উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়েছে। কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

আর পড়তে পারেন