শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের বিশাল আনন্দ শোভাযাত্রা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০১৭
news-image

আনিছুর রহমান,চৌদ্দগ্রাম ঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার সকালে বিশাল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উপজেলা প্রশাসন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা আ’লীগের সেক্রেটারী সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, আবদুল বারিক, জিএম মীর হোসেন মীরু, ভ.ম আফতাবুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাছির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাছরিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাহার উল্যাহ, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জয়নাল আবেদীন খোরশেদ, কাজী জাফর, জাহিদ হোসেন টিপু, একরামুল হক, সৈয়দ আহাম্মদ খোকন, হাজী জানে আলম ভুঁইয়া, মাহফুজ আলম, এএসএম শাহীন মজুমদার, আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও র‌্যালীতে বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালীর পূর্বে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন