শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে জাতির জনকের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৭, ২০১৭
news-image

 

সফিউল আলমঃ
১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান বক্তা ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু একটি আদর্শ । সেই আদর্শকে হত্যা করা যায়না । সেদিন হত্যাকারিরা ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলে সব শেষ হয়ে যাবে। আসলে তা নয় বঙ্গবন্ধুর অনুপ্রেরনা, বঙ্গবন্ধু আদর্শকে হত্যা করা যায়না । তিনি বাঙালী জাতিকে ভালবেসেছিলেন, বাঙ্গালীর উন্নতি চেয়েছিলেন। বর্তমানে বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন । তিনি আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বলেন, এই চৌদ্দগ্রামের উন্নয়নের কান্ডারী একমাত্র রেলপথ মন্ত্রী মজিবুল হক মজিব এমপি । তাই বঙ্গবন্ধুর আদর্শ স্বপ্ন বাস্তবায়ন ধরে রাখতে হলে ও এই চৌদ্দগ্রামের উন্নয়নের লক্ষ্যে আমরা আবারো আগামী সংসদ নির্বাচনে রেলপথ মন্ত্রী মজিবুল হক মজিব ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার , চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল. ৪ নং শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল আলম মজুমদার , ৪ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আলী হায়দার ( মেম্বার ), ৮ নং ওয়ার্ড মেম্বার হাফেজ আছলাম , ৪ নং শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সাধারন সম্পাদক খোরশেদ আলম ,চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি অলি আহম্মেদ , ৭নং ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান , ৪নং শ্রীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার কাজী আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম আজাদ ( টিপু) , শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।

আর পড়তে পারেন