বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চোরাই কাপড়-এসিসহ কুমিল্লার আরিফ আটক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২০, ২০১৮
news-image
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামে ৯০ কেজি চোরাই ফাইবার কটন গার্মেন্টস কাপড়, এসি বক্স ও এসি ফ্যানসহ মো. আরিফ হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানাধীন আরজুশাহ মাজার গলির জিয়া ভবনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম এ খবর নিশ্চিত করেছেন।

আটক আরিফ কুমিল্লার চান্দিনা থানার ধল্লাই ইউনিয়নের বসন্তপুরের শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে সিএমপির খুলশী থানায় ২০১৬ সালের একটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশের এ কর্তকর্তা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেবে ৯০ কেজি চোরাই ফাইবার কটন গার্মেন্টস কাপড়, একটি এসি বক্স ও এসি ফ্যান উদ্ধার করা হয়েছে। ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, উদ্ধারকৃত চোরাই কাপড়গুলো তার অন্য সহযোগীদের সহায়তায় কভার্ড ভ্যান থেকে চুরি করেছে। বাসায় মজুদ করা হয়েছে সময় বুঝে বিক্রির জন্য।

আর পড়তে পারেন