শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চিতাবাঘের আক্রমণে মেয়র আহত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১০, ২০১৬

tiger
শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু সাঈদ চিতাবাঘের হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত মেয়রকে প্রথমে শ্রীবরদী এবং পরে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাঘটিকে পিটিয়ে হত্যা করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের গারো পাহাড় থেকে একটি চিতাবাঘ নেমে এসে পৌরসভার জালকাটা মহল্লার জঙ্গলে আশ্রয় নেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে শ্রীবরদীর মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ ঘটনাস্থলে ছুটে যান। এ সময় লুকিয়ে থাকা বাঘটি স্থানীয় বোরো খেতের পানির পাম্পের ঘর থেকে লাফিয়ে এসে মেয়রের ওপর হামলা করে। পরে স্থানীয়রা মেয়রকে বাঘটির কবল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় লোকজন এ সময় বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।

এদিকে পৌর এলাকায় বাঘের আগমনের খবরে এবং মৃত বাঘটি দেখার জন্য শত শত উৎসুক মানুষ ভিড় জমায়।

শ্রীবরদী থানার ওসি এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ৪ থেকে সাড়ে ৪ ফুট লম্বা চিতাবাঘটি সম্ভবত গারো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। মেয়রের ওপর হামলা করার পর স্থানীয় জনতা বাঘটিকে মেরে ফেলে।

আর পড়তে পারেন