শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা স্কুলের জায়গা দখল করে মার্কেট নির্মাণ; উচ্ছেদের দাবিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩, ২০১৯
news-image

মো. শরীফুল ইসলাম ঃ
চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের চিলোড়া পুর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছে স্থানীয় একজন প্রভাবশালী।

ওই মার্কেট উচ্ছেদ করে স্কুলের জমি রক্ষা করার দাবিতে রবিবার (৩ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ, অভিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, চিলোড়া গ্রামের মো. সামসুল হকের ছেলে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা মো. হুমায়ুন কবির নামের এক ব্যক্তি বিদ্যালয়ের জায়গা অবৈধ ভাবে দখল করে একটি মার্কেট নির্মাণ করে। বিদ্যালয়ের পক্ষ থেকে বাধা দিলেও প্রভাব দেখিয়ে জোরপূর্বক তিনি মার্কেট নির্মাণ করে ফেলেন। এভাবে স্কুলের জমি দখল করে মার্কেট নির্মাণ করায় স্থানীয় লোকজনের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মো. রবিউল ইসলাম, সদস্য মো. সেলিম মেম্বার, বাবুল দত্ত, এলাকাবাসী আবদুল মান্নান মোল্লা, মতিন ভুইয়া প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জহির উদ্দিন অভিযোগ করে বলেন, ১৯৯৫ সালে ১শত ২৬ শতক জায়গায় বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়ের ৯ শতক জায়গা বেদখল হয়ে গেছে। মার্কেট নির্মাণের সময় আমরা বাঁধা দিলেও কোনো কাজ হয়নি। অবৈধ দখল রোধ ও নির্মিত দোকান-পাট উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসকে অবহিত করেছি।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া বলেন, ‘এবিষয়ে আমি কিছুই জানি না। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আর পড়তে পারেন