বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা মহিলা কলেজে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৮
news-image

 

মো. শরীফুল ইসলাম, চান্দিনা
‘বঙ্গবন্ধুর রক্ত ঋণে বাংলাদেশ, প্রয়োজনে রক্ত দিবো, গড়বো মোড়া সুস্থ দেশ’ এই শ্লোগান নিয়ে কুমিল্লার চান্দিনায় মহিলা ডিগ্রি কলেজে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে বুধবার (১লা আগস্ট) দুপুরে চান্দিনা পৌর এলাকায় ওই কার্যক্রম শুরু হয়। বুধবার দিন ব্যাপী চান্দিনা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার আওতাধীন ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া’র সভাপতিত্বে বক্তৃতা করেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

এসময় কলেজ প্রভাষক মো. হেদায়েত উল্লাহ’র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজ অধ্যক্ষ মো. মামুন পারভেজ, উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, প্রভাষক গৌতম কুমার দেব, গল্লাই ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, বরকইট ইউপি চেয়ারম্যান মো. আবুল হাসেম, এতবারপুর ইউপি চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ আবু প্রমুখ।

আর পড়তে পারেন