শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা পৌরসভায় সিআইপি প্রিপারেশন ওয়ার্কসপ সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৮, ২০১৯
news-image

চান্দিনা প্রতিনিধিঃ
চান্দিনা পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) প্রিপারেশন ওয়ার্কসপ সম্পন্ন হয়।

বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে পৌরসভা মিলনায়তনে দিন ব্যাপী ওই ওয়ার্কসপ হয়।

এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। অতিথিদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- এমজিএসপি’র উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, সিনিয়র সহকারী প্রকৌশলী সোনিয়া নওরীন, নগর পরিকল্পনাবিদ জোবেদা পারভিন, স্থপতি নাজমুল নাঈম, সোস্যাল স্পেশালিস্ট আক্তার জাহান। এসময় পৌরসভার নাগরিকদের মধ্যে সুশীল সমাজ নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলর, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীদের নিয়ে গঠিত তিনটি গ্রুপের মাধ্যমে আগামীদিনে সুষ্ঠুভাবে, পরিকল্পিত ও বসবাস উপযোগী পৌরসভা বিনির্মাণে প্ল্যানিং করা হয়। তিনটি গ্রুপ থেকে প্রেজেন্টেশন করেন- পৌরসভার কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. এনায়েত উল্লাহ্ ভূইয়া, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক অধ্যাপক হেদায়েত উল্লাহ্। পৌরসভার মেয়রের বক্তব্যের মধ্য দিয়ে ওয়ার্কসপটির সমাপ্তি হয়।

আর পড়তে পারেন