শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ডা. প্রাণ গোপাল দত্ত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৩, ২০১৮
news-image

মো.শরিফুল ইসলাম :

চান্দিনা উপজেলা সদরের শতবর্ষী বিদ্যাপিঠ চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েচেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

২২ জানুয়ারী ২০১৮ইং দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের ৯ সদস্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ৫ জন সদস্যের সমর্থন পায়। তার প্রতিদ্বন্দ্বী প্রয়াত সভাপতি মরহুম আলহজ্ব মো. খোরশেদ আলম এর ছেলে মো. আতিকুল আলম শাওন ৪ জন সদস্যের সমর্থন পান। এতে একজন সদস্যের সমর্থন বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।

উপজেলা কৃষি অফিসার ও প্রিজাইডিং অফিসার এহতে সাম রাসুলে হায়দার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী বিদ্যালয়ের সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম মারা গেলে ওই পদটি সভাপতি শূন্য হয়।

আর পড়তে পারেন