শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা উপজেলা চেয়ারম্যান হিসেবে তপন বক্সী বেসরকারি ভাবে পুনরায় নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৭, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা :

চতুর্থ ধাপে অনুষ্ঠিত হওয়া চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত চারটি কেন্দ্রের পুন:নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। ভোট গণনা শেষে স্থগিত চার কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী পেয়েছেন ২ হাজার ৩২২ ভোট এবং আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুজিবুল হক পেয়েছেন ১৫৯ ভোট।

এর আগে ৩১ মার্চ উপজেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে ৮০ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক প্রার্থী পেয়েছিলেন ৩৩ হাজার ৫৫৭ ভোট এবং আনারস প্রতীক প্রার্থী পেয়েছিলেন ২০ হাজার ১৯৫ ভোট।

৩১ মার্চ প্রকাশিত ৮০ কেন্দ্রের ফলাফল ও ১৭ এপ্রিল ৪টি কেন্দ্রের পুন: ভোট গ্রহনের ফলাফল সহ মোট ৮৪টি কেন্দ্রে আওয়ামীলীগ প্রার্থী তপন বক্সী ৩৫ হাজার ৮৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে দ্বিতীয় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে মুজিবুল হক পেয়েছেন ২০ হাজার ৩৫৪ ভোট।

উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. জাসিদুল হক ওই ফলাফল নিশ্চিত করেন।

এর আগে ৩১ মার্চ অনুষ্ঠিত ৮০ কেন্দ্রের ফলাফল ঘোষনায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জহিরুল ইসলাম মুন্সি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছিলেন। স্থগিত চারটি কেন্দ্রের মোট ভোটের চেয়ে চেয়ারম্যান পদের প্রার্থীর ভোটের ব্যবধান কম হওয়ায় ১৭ মার্চ শুধুমাত্র চেয়ারম্যান পদে স্থগিত চারটি কেন্দ্রে পুন:নির্বাচন অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন