বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩, ২০১৯
news-image

চান্দিনা প্রতিনিধি :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চান্দিনা শাখার আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ‘শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি-২০১৯ পালিত হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে ব্যাংকের চান্দিনা শাখা প্রধান ও এসএভিপি আলী আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিণা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক মুয়েদুজ্জামান, চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মো. মাহবুবুর রহমান আশরাফী।

অনুষ্ঠানে স্বাগতরা বক্তব্য দেন- ব্যাংকের প্রজেক্ট অফিসার মো. আবদুল আজিজ। সঞ্চালন করেন- ফিল্ড অফিসার মো. আবুল কালাম আজাদ। অ

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- ফিল্ড অফিসার মো. আবুল কালাম। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে ১ হাজার ৫শত টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

আর পড়তে পারেন