শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ৫ জনের নমুনা সংগ্রহ; আইইডিসিআর-এ প্রেরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৮, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা :
চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মঙ্গল ও বুধবার (৮ এপ্রিল) দুই দিনে মোট পাঁচজন করোনা উপসর্গ সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। কুমিল্লা জেলা সিভিল সার্জন এর কার্যালয়ের মাধ্যমে ওই নমুনা রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ প্রেরণ করা হয়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক ওই তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন রিপোর্ট হাতে পাওয়ার আগে কোন কিছুই বলা যাবে না। পাঁচ জনের মধ্যে চান্দিনা পৌর এলাকার ৩জন, মহিচাইল ইউনিয়নের ১জন এবং পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ১জন রয়েছে।

আর পড়তে পারেন