বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন: প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০১৮
news-image

শরীফুল ইসলামঃ
চান্দিনায় দুই মাইক্রোবাস ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের দুই জন ছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে ওই কলেজের ছাত্রী ও শিক্ষকরা মানববন্ধন করে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে তারা। পরে মহাসড়কে দুর্ঘটনা রোধে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া স্মারকলিপি গ্রহণ করেন। স্মারক লিপিতে ঘাতক চালককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সু-চিকিৎসা, চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের জন্য দুটি কলেজ বাস প্রদানসহ ৫ দফা দাবি করেন তারা। ছাত্রীদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন কলেজের ছাত্রী তাহমিনা আক্তার তামান্না, তন্নী চক্রবর্তী, নূর জাহান আক্তার।

এর আগে বুধবার (১০ অক্টোবর) দুপুর পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন গোবিন্দপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর দুইজন ছাত্রী নিহত হয়। নিহতরা হলো- দেবিদ্বার উপজেলার প্রেমু গ্রামের আব্দুল ওহাবের এর মেয়ে পপি আক্তার (১৮), একই গ্রামের মরিয়ম আক্তার মুনমুন (১৮)।

মানববন্ধন বন্ধনে নিহত ছাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন,  চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া, চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টা। স্মারকলিপি প্রদানের সময় ছাত্রীদের সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, সহকারী অধ্যাপক শ্রীধর বণিক, প্রভাষক মো. এনায়েত উল্লাহ্ ভূইয়া, মো. হেদায়েত উল্লাহ্, গৌতম কুমার দেব, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

আর পড়তে পারেন