বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২, ২০১৮
news-image

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
চান্দিনায় ব্যাপক আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ উদ্যাপন করা হয়।

এ উপলক্ষে রবিবার (২ সেপ্টেম্বর) সকালে চান্দিনা শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চান্দিনা বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ চান্দিনা উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রষ্টাণ ঐক্য পরিষদ চান্দিনা উপজেলা সভাপতি কালী ভূষণ বক্সী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামছুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা রামকৃষ্ণ আশ্রম সভাপতি সুনীল চন্দ্র সাহা, সহ-সভাপতি অরুন দত্ত, সাধারণ সম্পাদক সুধাংশু নন্দী, সহ-সাধারণ সম্পাদক অরূপ বণিক, চান্দিনা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার আইচ, সাধারণ সম্পাদক দীপক কুমার মজুমদার, লক্ষণ চন্দ্র সাহা, অধ্যাপক শ্রীধর বণিক, স্বপন চন্দ্র সাহা, দুলাল দত্ত, নিখিল পাল, কমল বক্সী, ননী ভূষণ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল ইসলাম, নিমাই মজুমদার, শ্রীনিবাস দেবনাথ, তাপস কুমার চক্রবর্তী প্রমুখ।

আর পড়তে পারেন