শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৮
news-image

 

মো. শরীফুল ইসলাম,চান্দিনা

চান্দিনায় রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে করে শিক্ষার্থীরা।

বুধবার (১ আগস্ট) সকালে চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ ক্যাম্পাস-২ এর সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি চান্দিনা থানা রোড ও উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এর সামনে শেষ হয়।

এসময় তারা অবিলম্বে শিক্ষার্থীদের উপর হামলাকারী আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এতে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, চান্দিনা পৌর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল হক, পৌর ছাত্রলীগ নেতা ইফতেখাইরুল হৃদয়, আক্তার হোসেন রানা, শিক্ষার্থী মো. আলাউদ্দিন, অভি, মো. সাদ্দাম, মো. হিমেল, আরমান প্রমুখ।

উল্লেখ্য গত ২৯ জুলাই শিক্ষার্থী, অভিভাবকসহ ১১ জন কে আসামী করে মামলা দায়ের করে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভুঁইয়া।

আর পড়তে পারেন