শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় লবণের মূল্য বৃদ্ধি গুজব রোধে অভিযান , ৪২ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৯, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বাজারের লবণের মূল্য বৃদ্ধির চলমান গুজব প্রতিরোধে কুমিল্লার চান্দিনা  উপজেলা প্রশাসনের উদ্যোগে  চান্দিনা থানা পুলিশের সহায়তায় চান্দিনা পৌর বাজার ও মাধাইয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেণলা নির্বাহী কর্মকর্তা  স্নেহাশীষ দাস  এ অভিযান পরিচালনা করেন। এ সময় চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সলসহ পুলিশের টিম উপস্থিত ছিল। এ সময় সকল ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির গুজবে কান না দেওয়া, প্রয়োজনের অতিরিক্ত লবণ না কেনাসহ পণ্যের দাম সহনীয় রাখতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

পাশাপাশি বিভিন্ন অপরাধে একাধিক প্রতিষ্ঠানকে ৪২ হাজার  টাকা জরিমানা করা হয়। এছাড়া চান্দিনার সকল বাজার কমিটিকে এ বিষয়ে প্রচারণা চালাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

আর পড়তে পারেন