বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : মাস্ক না পড়ায় জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০২১
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে মাস্ক পড়া নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে চান্দিনা বাজারে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা ইসলাম।

এসময় বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মুখে মাস্ক না থাকায় জরিমানা আদায় করা হয়। একই সাথে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ৪ জনকে ৪ শত টাকা ও সহকারী কমিশনার ভূমি নাঈমা ইসলাম ৫ জনকে ১ হাজার টাকা জরিমানা করেন।

চান্দিনা থানার এএসআই রিয়াজুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

আর পড়তে পারেন