বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ভেজাল শরবত কারখানাকে জরিমানা: গুদাম সিলাগালা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৭, ২০১৮
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা:

চান্দিনায় নাম সর্বস্ব ‘ওরেঞ্জ-ই’ নামে একটি ভেজাল শরবত কারখানা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর এলাকার একটি বাড়িতে ওই ভেজাল কারখানাটির সন্ধান পেয়ে বুধবার (১৬ মে) দুপুরে অভিযানে শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ওরেঞ্জ-ই’ নামে প্রায় দুই হাজার ভেজাল শরবত জব্দ করে কারখানা ও গুদামে সিলাগালা করা হয়।

এসময় প্রতিষ্ঠান প্রধান মো. আলম কে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তুষার আহমেদ, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কামরুজ্জামান তালুকদার, উপ-পরিদর্শক(এস.আই) মহিউদ্দিন, (এস.আই) ডালিম মজুমদার প্রমুখ।

আর পড়তে পারেন