শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ভেজাল মিষ্টি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৮, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম ঃ
কুমিল্লার চান্দিনায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় মেয়াদ উত্তীর্ণ নষ্ট হয়ে যাওয়া গুঁড়া দুধ (পাউডার দুধ) দিয়ে বিভিন্ন প্রকারের মিষ্টি, দধি এবং কুমিল্লার মাতৃ ভান্ডারের নকল রস মালাই তৈরী করার অপরাধে মায়ের দোয়া মাতৃ ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৮ আগষ্ট) দুপুরে চান্দিনা উপজেলা মাধাইয়া বাজারে ওই অভিযান চালায় ভ্রাম্যামান আদালত। এসময় মায়ের দোয়া মাতৃ ভান্ডারের মিষ্টি তৈরীর কারখানায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ গুঁড়া দুধ (পাউডার দুধ), রং এবং নকল রস মালাই উদ্ধার শেষে সেগুলো ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন চান্দিনা থানার উপ-পরিদর্শক পুলিশ (এস আই) মো. মনিরুল ইসলামসহ সংগীয় ফোর্স।

আর পড়তে পারেন