শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ভূয়া ডিজিএফআই সদস্য আটক

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০১৮
news-image

 

মো.শরিফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ভূয়া ডিজিএফআই পরিচয়ে প্রতারণা কালে ওমর ফারুক (৩৩) নামে এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (২৭ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলা সদরের মহারং সাব রেজিষ্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ডিজিএফআই এর ভূয়া পরিচয়পত্র ও নকল পিস্তল উদ্ধার করা হয়েছে।

প্রতারক ওমর ফারুক পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন কাকছিড়া গ্রামের বাদশা মিয়ার মিস্ত্রির ছেলে। প্রতারক ওমর ফারক প্রতারণা কালে নিজেকে ডিজিএফআই অফিসার মুজিবুর রহমান পরিচয় দিয়ে আসছিল।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) স্বপন কুমার সরকার জানান, প্রতারক ওমর ফারুক চান্দিনা মহারং এলাকায় বাসা ভাড়া নিয়ে নিজেকে গোয়েন্দা অফিসার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণাসহ নারী গঠিত অপকর্ম চালিয়ে আসছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন