বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০২১
news-image

শরীফুল ইসলাম, চান্দিনা :
কুমিল্লা চান্দিনা উপজেলা সদরে চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ী, পথচারী, যাত্রী, রিক্সা, অটোরিক্সা, ট্রাক্টর চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় তারা জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করণ ও স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতনতা বৃদ্ধিমূলক পরামর্শ প্রদান করেন। ওই কার্যক্রমের মাধ্যমে ১ হাজার ৫শত মাস্ক বিতরণ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

শনিবার (২৭ মার্চ) সকালে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে কার্যক্রম শুরু করে চান্দিনা পূর্ব বাজার, মধ্য বাজার, পশ্চিম বাজার এলাকায় মাস্ক বিতরণ করেন ব্যবসায়ী সমিতির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুস ছালাম, চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগ নেতা মো. বাহারুল ইসলাম বাহার, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল বাতেন, পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর সুপার মার্কেট কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস ছামাদ, সাধারণ সম্পাদক মো. জসিমুজ্জামান ভূইয়া, মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, মো. আবুল হোসেন, কসমেটিক্স সমিতির সহ-সভাপতি মো. আবুল হাসেম মুন্সী, সাধারণ সম্পাদক মো. আলী রেজা টিপু, ব্যবসায়ী নেতা শ্যামল কর, রতন দেবনাথ, বশির আহম্মদ, মনিরুজ্জামান, মো. শাহ্ আলম, আবু তাহের মুন্সী, আওয়ামীলীগ নেতা মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন প্রমুখ।

আর পড়তে পারেন