শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১, ২০১৭
news-image

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
চান্দিনায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে চান্দিনা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি বের করা হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন এর সভাপতিত্বে এবং মিম হসপিটাল এর চেয়ারম্যান আবদুর রহমান এর সঞ্চালনায় এতে বক্তৃতা করেন, চান্দিনা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর সভাপতি সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সংগঠন নেতা মো. ইয়াহ ইয়া রায়হান, ডা. আল আমিন, ডা. ফরহাদ আহমেদ, ডা. গাজী মাহমুদুল হাসান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠন নেতা তপন দত্ত, সঞ্জিত নাহা, আবদুল মবিন, মো. আবদুর রশিদ, মো. গিয়াস উদ্দিন, আনোয়ার হোসেন, অজিত দাস। অনুষ্ঠানে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিব রহমান এর দিক নির্দেশনায় ২৭ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে চান্দিনা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর পদযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে এইডস এর কারণ ও প্রতিকার নিয়ে জনসচেতনতা মূলক আলোচনা হয়।

আর পড়তে পারেন