শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০১৯
news-image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

রবিবার (১৭ মার্চ) সকাল ১১টায় চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শিশু কিশোর ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে র‌্যালীটি বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ।

পরে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য শৈশব, কৈশোর, রাজনৈতিক ও সংগ্রামী জীবনী তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক। স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. এমরান হোসেন ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বক্সী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সাল, ইন্সপেক্টর (তদন্ত) মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আযম, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ ভূইয়া কাউন্সিলর, কেরনখাল ইউপি চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, বরকইট ইউপি চেয়ারম্যান মো. আবুল হাশেম প্রমুখ।

আর পড়তে পারেন