বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০১৮
news-image

শরীফুল ইসলাম,চান্দিনা ঃ
‘বঙ্গবন্ধুর জন্মদিন; রঙ ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’ এই শ্লোগানে কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে।

শনিবার (১৭ মার্চ) সকালে চান্দিনা উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চান্দিনার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদ্যালয়ের কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোসলেম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তুষার আহমেদ, পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক প্রমুখ।

আর পড়তে পারেন