শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধনে র‌্যালিও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই শ্লোগানে কুমিল্লার চান্দিনায় তিন দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। মেলা উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম জাকারিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যাপক মো.আলী আশরাফ এম.পি। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

চান্দিনা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার বদিউল আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্য বক্তৃতা করেন চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এহতে সাম রাসুলে হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, উপ-সহকারী কৃষি অফিসার আবদুল ওয়াদুদ নেওয়াজ প্রমুখ।

আর পড়তে পারেন