শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় প্রায় ২ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৭, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রায় ২ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অভিযান পরিচালনাকালে প্রায় ২ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোমবার (১৭ আগষ্ট) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার নাওতলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো:আবু সাঈদ ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো:আবু সাঈদ  জানান, অভিযান পরিচালনাকালে প্রায় ২ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২৫০ ফুট লাইন ছিদ্র করে নিস্ক্রিয় করা হয়। এছাড়া ২০ টি চুলা জব্দ করা হয়। আনুমানিক ২.৫ বর্গঃ কিমি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে  এবং  গ্যাস সংযোগ ব্যবহারকারি গ্রাহককে  ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আর পড়তে পারেন