শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক; ২ বছরের কারাদন্ড( ভিডিও)

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৯, ২০১৮
news-image

সাদেক হোসেনঃ
কুমিল্লার চান্দিনা উপজেলায় এসএসসি প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় প্রত্যেককে ২ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে উপজেলার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পাশ থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার মহারং গ্রামের টিপু সুলতানের ছেলে ফুয়াদ আলম (১৮) ও দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম (১৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে চান্দিনা থানার উপ-পরিদর্শক মঈনুদ্দিন এবং আসাদুজ্জামান ওই পরীক্ষাকেন্দ্রের আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের মোবাইলে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহম্মেদ প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার কারণে প্রত্যেককে ২ বছরের কারাদন্ড দেন।

এ বিষয়টি নিশ্চিত করেন চান্দিনা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহম্মেদ।

আর পড়তে পারেন