বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০২০
news-image

 

 

শরীফুল ইসলাম ঃ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল মরিয়ম আক্তার তিশা।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামের বেপারী বাড়িতে স্কুলছাত্রী তিশার বিয়ের আয়োজন করা হয় একই উপজেলার শালিকা গ্রামের মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান, স্কুলছাত্রীর বিয়ের আয়োজনের খবর পাওয়ার পর বিয়ে বাড়িতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াহিদ ও পিএসআই নাজমুল হোসেন সহ একটি টিম পাঠিয়েছি। পরে কনের পিতা মেয়েকে বাল্যবিয়ে দিবে না মর্মে মুচলেকা দেওয়ার পর বিয়ের সকল আনুষ্ঠানিকতা ভেঙে দেওয়া হয়। তিশার মতো কিশোরীদের বাল্যবিয়ে থেকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।