শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় পুলিশের গুলিতে ঐক্যফ্রন্টের কর্মীর নিহতের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩০, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে পুলিশের গুলিতে মুজিবুর রহমান (৩৫) নামের এক ভোটারের নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ সময় মিজান ও রাহাত নামের আরো দুইজন  গুলিবিদ্ধ হয়েছে। তবে ঐক্যফ্রন্টের প্রার্থী রেদোয়ান আহমেদের দাবি হতাহতরা আমার কর্মী।

রবিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌণে ১১ টার দিকে চান্দিনা উপজেলার পৌর এলাকার পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত মুজিবুর রহমান কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজুর গ্রামের বাসিন্দা । তিনি চান্দিয়ায় পোলট্রি ফিডের গোডাউনের শ্রমিক ছিলেন।আহত মিজানুর ও রাহাত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মজিবুর রহমানের স্ত্রী শাহনাজ আকতার জানান, ‘আমরা সকালে ভোট দিতে গিয়েছিলাম। এ সময় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ গুলি ছোড়ে। এ সময় আমার স্বামী মজিবুর রহমানসহ তিন জন গুলিবিদ্ধ হন। পরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আমার স্বামী মজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল জানান, দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা কেন্দ্র দখলের পায়তারা করার সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শুনেছি একজন নিহত হয়েছে।

ঐক্যফ্রন্টের প্রার্থী রেদোয়ান আহমেদ জানান, আমার কর্মী-ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়েছিল। এ সময় প্রিসাইডিং অফিসার হুমায়ূন কবির ভূঁইয়ার নির্দেশে পুলিশের এলাপাথাড়ি গুলিতে মজিবুর রহমান নিহত হয়। অন্যরা আহত হয়।

আর পড়তে পারেন