মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় নকল কয়েল ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৪, ২০১৮
news-image

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনায় ‘ গাজী পাওয়ার জাম্বো’ নামে একটি মশার কয়েল ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৩ মে) দুপুরে পৌরসভার ছায়কোট এলাকার ওই মশার কয়েল ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তুষার আহমেদ ওই অভিযান পরিচালনা করেন।

এসময় অনুমোদন বিহীন নকল মশার কয়েল তৈরি ও বাজারজাত করার অপরাধে ওই কয়েল ফ্যাক্টরীর মালিককে নগদ এক লাখ টাকা জরিমানা এবং তৈরিকৃত মশার কয়েল জব্দ করে সেগুলো ধ্বংস করেন।

বিএসটিআই অফিসার রিয়াজ হোসেন মোল্লা, চান্দিনা থানার সহকারি উপ-পরিদশক (এএসআই) মো. কবির হোসেন ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

আর পড়তে পারেন