শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় তিন দিন ব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০১৯
news-image

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
‘একের রক্তে অন্যের জীবন, রক্তই হউক আত্মার বাঁধন’ এই স্লোগান নিয়ে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদরাসা ব্লাড ব্যাংক এর উদ্যোগে ৩ দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদ্বোধন করা হয়।

শনিবার (২৩ মার্চ) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাকির হোসেইন। বিনামূল্যে রক্ত দানের লক্ষ্য নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আল-আমিন ইসলামিয়া কামিল মাদরাসা ব্লাড ব্যাংক নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য- মো. আরাফাত, মো. আলাউদ্দিন, মো. আবু ইউছুফ, মো. আব্দুল্লাহ্, মো. মিনহাজ, মো. আল-আমিন, মো. কামাল, মো. আরিফ, মো. মহসিন, মো. আল-আমিন, মো. মুসা, মোসাম্মৎ তানজিনা আক্তার, মোসাম্মৎ কুলছুম আক্তার, মো. আবু হানিফ প্রমুখ।

আর পড়তে পারেন