শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় তাঁতীলীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২০, ২০২১
news-image

 

মো. শরীফুল ইসলাম:

কুমিল্লার চান্দিনায় তাঁতীলীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান পালিত হয়।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়াম কুমিল্লা উত্তর জেলা তাঁতীলীগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি বক্তৃতা করেন -স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা আকলিমা হক আখি।

কুমিল্লা উত্তর জেলা তাঁতীলীগ সভাপতি মো.আনোয়ার হাসান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন – চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো.মফিজুল ইসলাম।

কুমিল্লা উত্তর জেলা তাঁতীলীগের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আকতার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ ভূইয়া, জেলা তাঁতীলীগের যুগ্ম-আহবায়ক সুমন শিকদার,আনোয়ারা বেগম, জেলা তাঁতীলীগ সদস্য আসমা আকতার রত্না, চান্দিনা উপজেলা তাঁতীলীগ আহবায়ক আবদুল হালিম মেম্বার, সদস্য সচিব মোজাম্মেল হক, হোমনা উপজেলা তাঁতীলীগ সভাপতি হাসান ভূইয়া, সদস্য সচিব কবির হোসেন, মেঘনা উপজেলা আহবায়ক আশাব উদ্দিন ভূইয়া, সদস্য সচিব মহসিন হাউস, তিতাস উপজেলা আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব জামাল মুন্সি।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা তাঁতীলীগ সদস্য দীপালী ভূইয়া, মো.রেজাউল করিম, নজরুল ইসলাম রানা, চান্দিনা পৌর তাঁতীলীগ আহবায়ক মো.মাহবুব আলম প্রমুখ।

আর পড়তে পারেন