শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ডা. প্রাণ গোপাল দত্ত সমর্থিত আওয়ামীলীগ নেতাকর্মীদের শোক র‌্যালি ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৮
news-image

শরীফুল ইসলামঃ
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত সমর্থিত আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্যোগে শোক র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল এর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

এ উপলক্ষে বুধবার (১৫ আগস্ট) সকালে উপজেলার শুহিলপুর, বাতাঘাসী, মাধাইয়া, কেরনখাল, মহিচাইল, নবাবপুর ও গল্লাই ও মাইজখার ইউনিয়নে পৃথক আলোচনা সভা, শোক র‌্যালি, মিলাদ মাহফিল হয়। বিকেলে মাইজখার ইউনিয়নের ফাঐ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- স্বাধীনতা পদক প্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত। সভায় ইউপি চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ্ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার, জেলা আওয়ামীলীগ নেতা মো. মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা এ্যাড. শাহজালাল মিয়া শিপন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মো. দুলাল মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবু কাউছার, সাংগঠনিক সম্পাদক মো. সামিরুল খন্দকার রবি প্রমুখ।

আর পড়তে পারেন