বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ডাঃ প্রাণ গোপালকে সমর্থন দিলেন আওয়ামীলীগের ২ শতাধিক নেতাকর্মী

আজকের কুমিল্লা ডট কম :
মে ২, ২০১৮
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে সমর্থন করেছেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের অন্তত ২ শতাধিক নেতা-কর্মী।

মঙ্গলবার (১ মে) সন্ধ্যায় কুমিল্লার একটি হোটেলে উপজেলা আওয়ামীলীগ নেতা-কর্মীদের আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা এর নেতৃত্বে ২৮ জন ইউপি মেম্বার, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা প্রাণ গোপাল দত্তকে সমর্থন করেন।

বর্তমান সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর সাথে দীর্ঘ দিনের রাজনীতি সম্পর্ক ছিন্ন করে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে সমর্থন করেন।

পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা দীপক কুমার আইচ, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন ভূইয়া, সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগ সদস্য দৌলতুর রহমান, কুমিল্লা জজ কোট সহকারি পিপি এড. শাহজালাল মিঞা শিপন, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, কেন্দ্রিয় হকার্সলীগ সহ-সভাপতি কাজী মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক এড. আবুল কালাম আজাদ, বাড়েরা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহাম্মদ, বরকইট ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সহিদুল্লাহ মেম্বার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার, সদস্য লিটন সরকার, কাজী আখলাকুর রহমান জুয়েল, কামাল হোসেন সরকার, সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, শুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ইমরান মুন্সি, বরকইট ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি রোস্তম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ভেন্ডার, উপজেলা মহিলালীগ নেত্রী এড. হাসিনা আক্তার নিশি, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সি, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিঠু, সহ-সভাপতি হারুনুর রশিদ, হাবিবুর রহমান জনি, দপ্তর সম্পাদক কামাল হোসেন, কুমিল্লা মহানগর যুবলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মুন্সি, পৌর আওয়ামীলীগ নেতা বিকাশ চন্দ্র সাহা, পনির হোসেন মোল্লা, উপজেলা যুবলীগ নেতা মাহবুবুর রহমান, বরকইট ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, সেলিম মাস্টার, বরকরই ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি মোস্তফা কামাল, বরকইট ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি কামাল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন, বাড়েরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম সারওয়ার (জিএস মেম্বার), সাধারণ সম্পাদক আলী আশরাফ, শাহীন মেম্বার, খোকন চন্দ্র দে, মাইজখার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মো. শাহজালাল, বাতাঘাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মহিচাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মান্নান ভূইয়া, গল্লাই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মানিক চন্দ্র দে, সহ-সভাপতি আমির হোসেন খান, শুহিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আব্দুল কাদের মেম্বার, মাধাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুদ্দিন, যুবলীগ নেতা মাহফুজুল হক রোজেল, আবুল বাসার, বিল্লাল হোসেন, সুহিলপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি সুমন খান, পৌর স্বেচ্ছাসেবকলীগ সদস্য এমরান মাহমুদ, যুবলীগ নেতা প্রমুখ।

আর পড়তে পারেন