শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৯, ২০১৮
news-image

মো. শরীফুল ইসলাম, চান্দিনা :

‘‘স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে চান্দিনা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম.জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। প্রধান অতিথি বলেন- ‘মাছ অত্যন্ত পুষ্টিকর খাবার। মাননীয় প্রধানমন্ত্রী মাছ চাষের উন্নয়ন কল্পে চাষীদের বিভিন্ন প্রণোদনা দিচ্ছেন। এ খাতকে সমৃদ্ধ করলে দেশের আমিষের চাহিদা পূরণ হবে।’

বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো.মফিজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুক ময়েদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাধেশ্যাম বৈষ্ণব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তুষার আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান মাস্টার, শ্রম বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুর রব, গল্লাই ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বরকইট ইউপি চেয়ারম্যান মো. আবুল হাসেম, বাতাঘাসী ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চাষীদের সম্মাননা ও ৮০ জন জেলের হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি। র‌্যালি শেষে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

আর পড়তে পারেন